বিজ্ঞাপিত পদের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি

পদের নাম আবেদন ফি (সার্ভিস চার্জ সহ)
সহকারী অধ্যাপক ১০৫০/= টাকা
সহযোগী অধ্যাপক ২০৫০/= টাকা

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীগণ আগামী ১৭-০৯-২০২৩ তারিখ বিকেল ৪:০০ টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
  • অনলাইনে আবেদনের জন্য “Apply” বাটনে ক্লিক করার পর ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে (যদি পূর্ববর্তী একাউন্ট না থাকে তবে “Create a new account” অপশনটি বেছে নিতে হবে) ।
  • আবেদন করতে আগ্রহী পদের পাশের “Apply For This Post” বাটনে ক্লিক করতে হবে।
  • অনলাইনে প্রদত্ত ফরমে সকল তথ্য অবশ্যই বাংলায় (ইউনিকোডে) যথাযথভাবে প্রদান করতে হবে। অসম্পন্ন বা ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ছাড়াই বাতিল বলে গণ্য করা হবে। আবেদনের তারিখ অতিক্রম হওয়ার পর কোনভাবেই কোন তথ্য পরিবর্তন বা সংযোজন করা যাবে না।
  • প্রার্থীর স্বাক্ষর(300x80 Pixel) এবং পাসপোর্ট সাইজের রঙ্গিন (300x400 Pixel) ছবি সঠিকভাবে আপলোড করতে হবে। প্রার্থীর সাথে সকল প্রকার যোগাযোগ তাঁর মোবাইল এবং ই-মেইল এর মাধ্যমে সম্পন্ন করা হবে বিধায় মোবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে প্রদান করা অবশ্যই প্রয়োজন।
  • আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করার পর “Apply For This Post” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। “Pay Online” বাটনে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • প্রার্থীকে লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • অসত্য/ভুয়া তথ্যসম্বলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তাঁর আবেদন/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তাঁর বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করে ১১ (এগার) সেট দরখাস্ত (প্রয্যেজ্য ক্ষেত্রে সত্যায়িত ফটোকপি) আগামী ১৭-০৯-২০২৩ তারিখ বিকেল ৪:০০ টার মধ্যে রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয় দপ্তরে ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। সকল কাগজপত্রের মূল কপি সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখতে হবে।
    • অনলাইনে পূরণকৃত ফরমের কপি (রঙ্গিন)
    • শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও নম্বরপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
    • সকল গবেষণামূলক প্রবন্ধের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
    • অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
    • জাতীয় পরিচয় পত্র
    • চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র
    • অতিরিক্ত তথ্য সম্বলিত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)